কলকাতা: রাতের কলকাতায় ফের গাড়ি দুর্ঘটনা। মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে একটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উড়ালপুলের একটি লাইট পোস্টে ধাক্কা মারে গাড়িটি।
জানা গিয়েছে, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলে দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়িটি। রাত ১টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি উড়ালপুলের একটি লাইট পোস্টে ধাক্কা মারে। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে সংঘর্ষের জেরে সেটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়৷ ভেঙে পড়ে লাইট পোস্টটিও।
ওই সময় গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং একজন মহিলা। পুলিশ সূত্রে খবর, চালকের আসনে বসে থাকা ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকি চারজনকে উদ্ধার করে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে।
পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নিহত এবং আহতদের বয়স ২০ থেকে ২৭ বছরের মধ্যে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।