প্রথম পাতা খবর কর্মীদের উৎসাহ প্রদানে গাড়ি, আইফোন ও সোনা উপহার দিল সংস্থা!

কর্মীদের উৎসাহ প্রদানে গাড়ি, আইফোন ও সোনা উপহার দিল সংস্থা!

280 views
A+A-
Reset

অতীতেও বেশ কিছু সংস্থাকে সেই সংস্থার দায়িত্ববান কর্মীদের ভালো কাজের জন্য পুরষ্কার হিসাবে বিভিন্ন ধরণের উপহার দিতে দেখা গেছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে চেন্নাইয়ের একটি আইটি ফার্মে, যার নাম Ideas2IT ।

এই সংস্থা তাদের কর্মীদের আনুগত্যের জন্য মারুতি সুজুকি গাড়ি উপহার দিয়েছে। তাঁরা ১০০ জন কর্মচারীকে ১০০টি গাড়ি উপহার দিয়েছেন। এছাড়া কিছু কর্মচারী সোনার কয়েন ও আইফোন পেয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কর্মচারীরা Maruti Suzuki Baleno, Ignis, Swift, Ciaz, Ertiga, XL6 এমনকি Vitara Brezza গ্রহণ করছে। জানা গেছে, সংস্থাটি এসব উপহারের ওপর ১৫ কোটি টাকা খরচ করেছে। ।

Ideas2IT-এর চিফ এক্সিকিউটিভ অফিসার গায়ত্রী বিবেকানন্দনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “ কর্মীদের দ্বারা সক্ষম বৃদ্ধির ধারাকে বিবেচনা করে, Ideas2IT একটি অনন্য উদ্যোগ বাস্তবায়ন করেছে। এই গাড়ি পুরষ্কার শুধুমাত্র প্রথম পদক্ষেপ. Ideas2IT অদূর ভবিষ্যতে এই ধরনের আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে”। এই অনুষ্ঠান উপলক্ষে কেক কাটারও আয়োজন করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.