আবার বড়ো অঙ্কের নগদ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশনে। উদ্ধার নগদ ৩৮ লক্ষ টাকা। আটক এক যাত্রী। শনিবার এই খবর জানিয়েছে আরপিএফ।
জানা গিয়েছে, ব্যাগের ভিতর বিপুল অঙ্কের নগদ টাকা। অথচ সেই টাকা নিয়ে কোথায় যাচ্ছেন তাঁর জবাব দিতে পারেননি। এর পরই হাওড়া স্টেশন থেকে এক যাত্রীকে আটক করে আরপিএফ। বৈধ কাগজ ছাড়া এই বিপুল পরিমাণে নগদ টাকা নিয়ে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানার চেষ্টা করছে রেল পুলিশ।
আরপিএফ-এর তরফে ‘অপারেশন সতর্ক’ নামে বিশেষ অভিযান চলে। সেই অভিযানেই স্টেশন থেকে ওই ৩৮ লক্ষ টাকা উদ্ধার হয় বলে জানা গিয়েছে। সেখানে এক যাত্রীর ব্যাগ থেকে থরে থরে নোটের ব্যান্ডিল পাওয়া যায়। কোথা থেকে এই টাকা এবং গয়না পেয়েছেন, কার কাছে সেগুলো নিয়ে যাচ্ছেন, এর কোনো সদুত্তর ওই যাত্রী দিতে পারেননি বলে অভিযোগে। এর পর তাঁকে আটক করা হয়।
প্রসঙ্গত, এর আগেও হাওড়া স্টেশনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি।