বগটুই গণহত্যাকাণ্ড: সুপ্রিম কোর্টে দাখিল হল ক্যাভিয়েট

বগটুই গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, এমন আশঙ্কা থেকেই এবার সুপ্রিম কোর্টে আগাম ক্যাভিয়েট দাখিল করা হল। দাখিল করলেন এই মামলার আবেদনকারী আইনজীবীরা।

রামপুরহাটের বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন দুই আইনজীবী। এই মামলার শুনানি যাতে একতরফা না হয় সে জন্যই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন আইনজীবী কৌস্তভ বাগচী ও অনিন্দ্য সুন্দর দাস।

শুক্রবার সকালেই বগটুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালত তার রায়ে জানিয়েছে, রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় রাজ্য সরকারের অধীনস্থ বিশেষ তদন্তকারী দল নয়, বরং গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তদন্তের জন্য পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে।

আদালত জানিয়ে দিয়েছে কাউকে সন্দেহ হলেই গ্রেফতার করে হেফাজতে নিতে পারবে সিবিআই। অর্থাত্‍ সিবিআইয়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে হাইকোর্ট। এর পরেই সন্দেহ দানা বেঁধেছে যে সিবিআই তদন্তের বিরোধিতা করতে পারে রাজ্য সরকার। তাই আগেভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন দুই আইনজীবী। তাঁদের বক্তব্য, মামলার শুনানি যাতে একতরফা না হয় সে জন্যই এই সিদ্ধান্ত। যদিও এখনও পর্যন্ত কোনও পক্ষ দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়নি।

অন্যদিকে বগটুইকাণ্ডে ধৃত তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত। বৃহস্পতিবার তারাপীঠ থেকে গ্রেফতারের পর শুক্রবারই তাঁকে আদালতে তোলা হয়েছিল। যদিও এদিন আদালতে ঢোকার মুখে আনারুল দাবি করেন, গ্রেফতার নয়, তিনি আত্মসমর্পণ করেছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন