গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআইএর

ডেস্ক: গরুপাচার কাণ্ডে অনুব্রতকে নোটিস সিবিআইএর। ২৭ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রতর পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতাকেও ডেকে পাঠানো হয়েছে বলে খবর সিবিআই সূত্রে।


অষ্টম দফায় ভোট রয়েছে অনুব্রতর গড় বীরভূমে। ঠিক তার আগেই গত সপ্তাহে সিবিআই তাঁকে এই নোটিস পাঠিয়েছে। ফলে শাসকদলের অভিযোগ, ভোটের মরসুমে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে পরোক্ষে চাপ তৈরি করতে চাইছে বিজেপি।


 অনুব্রত মণ্ডলের তরফে পাল্টা ই মেল করে সিবিআই-কে জানানো হয়েছে, আগামী ২৯ তারিখ বীরভূমে ভোট থাকায় তিনি ব্যস্ত রয়েছেন৷ তাই ভোটের পরে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে সময় চেয়েছেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি৷

আরও পড়ুন: ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না, মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি’: মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন সিবিআই-এর এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন৷ তিনি বলেন, ‘এত ভিতু এরা যে কেষ্টর বাড়িতে গেছে৷ ওকে প্রতিবার ইলেকশনে নজরবন্দি করে দেয়৷ আর কালকে সিবিআই রেইড করেছে৷ দু’ জন সিবিআই অফিসার চলে গেছে৷ বলছে ২৭ তারিখে সিবিআই অফিসে আসুুন৷ কেন যাবে সিবিআই অফিসে? 

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন