তপন কান্দু খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট। বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল। সোমবার তাদের সেই আবেদন খারিজ করেছে দিয়েছে আদালত।
৪ এপ্রিল এই ঘটনা তদন্তের ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে রাজ্য পুলিশের হাতে থাকা সব নথিপত্র তাদেরকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল।
তপন কান্দু খুনে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রাজ শেখর মান্থাই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। তিনি রাজ্য পুলিসের হাতে থাকা সব নথি সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেন । সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্য। আজ সেই আবেদনের রায় ঘোষণা করল হাইকোর্ট। রাজ্য পুলিশ নয়। সিবিআই যেমন তদন্ত করছিল সেভাবেই তদন্ত হবে। জানাল হাইকোর্ট।
এদিন কলকাতা হাইকোর্ট রায় দেয়, তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্ত বহাল থাকবে। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানে কেস ডায়েরি জমা দেওয়া হয় বলে খবর।