Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
আইকোর মামলায় দুই মন্ত্রীর পর এ বার মদন মিত্রকে তলব করল সিবিআই - NewsOnly24

আইকোর মামলায় দুই মন্ত্রীর পর এ বার মদন মিত্রকে তলব করল সিবিআই

কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্য করতে প্রস্তুত কামারহাটির বিধায়ক!

ডেস্ক: আইকোর চিটফান্ড মামলার তদন্তে কয়েক দিনের ব্যবধানে রাজ্যের দুই মন্ত্রীকে তলব করেছিল সিবিআই। এ বার একই মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অতিসম্প্রতি রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়াকে হাজিরা দিতে বলে সিবিআই। দু’জনেই নির্দিষ্ট কারণে হাজিরা এড়ালেও পার্থবাবুকে শিল্প সদনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অন্য দিকে, জল সম্পদ উন্নয়ন দফতরে গিয়ে মানসকে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

সিবিআই সূত্রে খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইকোর-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মদন। তারই একটি ভিডিও হাতে এসেছে গোয়েন্দাদের। সেই ভিডিয়োর সূত্র ধরেই এই মামলার তদন্তে মদনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। একই সঙ্গে তাঁর ছেলে স্বরূপ মিত্রকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

জানা গিয়েছে, মদন মিত্রকে সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এবং তাঁর বড়ো ছেলে স্বরূপকে মঙ্গলবার হাজিরা দিতে বলা হয়েছে। তবে মদন জানিয়েছেন, তিনি ই-মেল চেক করে উঠতে পারেননি। ই-মেল পেলে অবশ্য অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের সবরকম সাহায্য করবেন তিনি।

আরও পড়ুন: ভবানীপুরে প্রচারে নেই বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, কুণাল ঘোষের টুইট ঘিরে তৃণমূল-যোগের জল্পনা

উল্লেখ্য, কয়েক দিন আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে নারদ মামলায় গ্রেফতার করা হয়েছিল। একই সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। তৃণমূল নেতৃত্ব বার বার দাবি করেছেন, কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে রাজ্যের শাসক দলকে ভয় দেখাতে চাইছে বিজেপি।

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে