কলকাতা: আরজি কর-কাণ্ডে শেষমেশ সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত সময় চেয়েছিলেন। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট।
মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলার কেস ডায়েরি চেয়ে পাঠিয়েছিল রাজ্যকে। নির্ধারিত সময়েই তা জমা দেয় রাজ্য। সেই কেস ডায়েরি খতিয়ে দেখেই সিবিআই তদন্তের নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয়। পুলিশ আদালতে যে কেস ডায়েরি জমা দিয়েছিল তাতেও সন্তুষ্ট নয় উচ্চ আদালত। সেজন্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হল। হাইকোর্ট জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে হবে তদন্ত।
এ দিন হাইকোর্ট জানায়, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে। শুধু তা-ই নয়, যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ, তা-ও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।