প্রথম পাতা খবর স্পিকারের সমন এড়াতে পারবে না সিবিআই, তাৎপর্যপূর্ণ নির্দেশ হাইকোর্টের

স্পিকারের সমন এড়াতে পারবে না সিবিআই, তাৎপর্যপূর্ণ নির্দেশ হাইকোর্টের

367 views
A+A-
Reset

নারদ মামলায় স্পিকারের তলবে সোমবার বিকেল ৪টেয় সিবিআই-কে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

ডেস্ক: নারদ মামলায় মন্ত্রী এবং বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা নিয়ে CBI এবং ED-কে তলব করেছিলেন বিধানসভার স্পিকার। দু’বার তলব এড়িয়ে যাওয়ার পরেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সেই আবেদনের শুনানিতেই আদালত স্পষ্ট জানিয়ে দিল, স্পিকার একটি সাংবিধানিক পদ। তিনি ডাকলে হাজিরা দিতে হবে সিবিআইকে।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ইডি-কে বিধানসভায় হাজিরা দিতে বলেন স্পিকার। তারা না এসে বিধানসভার সচিবালয়কে একটি চিঠি দেয়। সিবিআইয়ের তরফে ই-মেল করে জানিয়ে দেওয়া হয় তারা স্পিকারের তলবে হাজিরা দেবে না। প্রভাবশালীদের বিরুদ্ধে চার্জশিট নিয়ে তারা যা করেছে, পুরোটাই আইনের আওতায় থেকে করেছে।

৪ অক্টোবর (সোমবার) দুপুর ১টায় সিবিআই-কে ফের বিধানসভায় ডেকে পাঠিয়েছিলেন স্পিকার। কিন্তু সেই ডাকে ডাকে সাড়া দেয়নি সিবিআই। উল্টে স্পিকারের তলবের বিরুদ্ধেই আদালতে মামলা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিধানসভার সচিবালয়ের বক্তব্য, রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিটের ক্ষেত্রে স্পিকারের অনুমতি নেওয়া হয়নি যা বেআইনি। হাজিরা এড়িয়ে স্পিকারের তলবের বিরুদ্ধে হাইকোর্টে যায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: স্পিকারের এক্তিয়ারে হস্তক্ষেপ! মুকুল-মামলার জল গড়াতে পারে সুপ্রিম কোর্টে

এ দিনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা পরিষ্কার জানিয়ে দিলেন, স্পিকার একটি সাংবিধানিক পদ। সুতরাং, তিনি ডাকলে সিবিআইকে হাজিরা দিতে হবে। যদিও একই সঙ্গে তিনি জানান, সিবিআইয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবেন না স্পিকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.