কুন্নুর: হেলিকপ্টার দুর্ঘটনার মারা গেলেন সেনার সর্বাধিনায়ক চিফ অব দ্য ডিফএন্স স্টাফ বিপিন রাওয়ত। বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই ভেঙে পড়ে সেনা হেলিকপ্টার। ওই কপ্টারে ছিলেন তাঁর স্ত্রী সহ ১৪ জন। অগ্নিদদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় বায়ুসেনার পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়।
হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থাও আশঙ্কাজনক। বেলা একটা নাগাদ নীলগিরির একটি চাবাগানে ভেঙে পড়ে কপ্টারটি। মুহূর্তেই আগুন জ্বলে যায় সেনাবাহিনীর এমআই-১৭ ভি-৫ হেলিকপ্টারটিতে।
জেনারেল বিপন রাওয়তের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনা সর্বাধিনায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মালদহে প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি এই ঘটনার খবর জানতে পারেন। এর প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একটা সংবাদ আমাদের কাছে এসেছে। দুঃখ জানানোর ভাষা আমাদের নেই। আরও কিছু আলোচনার ছিল। কিন্তু যে হেতু এ রকম একটা দুঃসংবাদ আমাদের কাছে এসে পৌঁছেছে, তাই আগে শেষ করছি।’’