মঙ্গলবার উত্তরবঙ্গের কর্ণজোড়ায় দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ থেকে এদিন সোজা এই প্রশাসনিক বৈঠকে হাজির হন মুখ্যমন্ত্রী। এদিন এই প্রশাসনিক বৈঠক থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন এই প্রশাসনিক বৈঠক থেকেই কেন্দ্রের বিরুদ্ধেও সোচ্চার হোন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্র কোনও টাকা দিচ্ছে না। কোভিডের কারণে সব বন্ধ। তাই বিভিন্ন সরকরি প্রকল্পের টাকা কোথা থেকে আসবে সেটা এবার ভাবতে হবে। কোথাও কোনও আর্নিং নেই, সব বার্নিং।
এরপরই মুখ্যমন্ত্রীর আরও মন্তব্য, “বিধায়কদের অনুরোধ সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সরকারি প্রকল্পের সুবিধা যাতে তাঁরা পান সেটা দেখুন। সরকারি কাজের রিপোর্ট সামনে আনতে হবে। লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে প্রচুর খরচ হচ্ছে। এখন দুবছর কিছু চাইবেন না।”
আগামী জানুয়ারি ১-১০ ও ২০-৩০ তারিখ পর্যন্ত আবারও হবে দুয়ারে সরকার। অনেক আগেই একথা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘরে ঘরে পাইপের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। এমনটাই জানান মুখ্যসচিব।