প্রথম পাতা খবর হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ল

হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মেয়াদ বাড়ল

207 views
A+A-
Reset

কলকাতা: কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্তই মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা ছিল। তবে এ দিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেই মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা কিছুটা স্বস্তি পেলেন। রাজ্যের তরফ থেকেও এই নির্দেশে কোনও আপত্তি তোলা হয়নি।

আদালতের পরামর্শ, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং স্কুলে যাতে পরীক্ষা বিঘ্নিত না হয়, সেদিকে নজর দিতে হবে। বিচারপতি বলেন, কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “ঘরছাড়া থাকা মানুষের তালিকা দিন, আমি দায়িত্ব নিয়ে তাঁদের ঘরে ফেরাব। ইতিমধ্যেই ৪০ শতাংশ দোকান খুলেছে, সবজি বাজারও চলছে।” তাঁর দাবি, উত্তরপ্রদেশের ছবি কলকাতার বলে ভাইরাল করা হচ্ছে। নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অন্যদিকে, মামলাকারী পক্ষের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, এখনও মাত্র ছ’টি পরিবার ঘরে ফিরেছে। বিচারপতি জানতে চান, ঘরছাড়াদের ফিরিয়ে আনতে কী পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “একটা কমিটি গঠন করা যেতে পারে। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘরে ফিরিয়ে দেওয়া।”

পরবর্তী শুনানি পর্যন্ত মুর্শিদাবাদে বাহিনী মোতায়েন থাকবে বলেই জানিয়েছে আদালত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.