প্রথম পাতা খবর ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, কত হল

ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, কত হল

202 views
A+A-
Reset

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ডিএ বেড়ে ৫৫.৯৮ শতাংশ হল, যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। এই সুবিধা কর্মচারী ও পেনশনভোগীরা পাবেন। তবে সাম্প্রতিক সময়ে এটি সবচেয়ে কম হারে বৃদ্ধি।

সরকার মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ডিএ নির্ধারণ করে। চলতি ত্রৈমাসিকে খুচরো মূল্যবৃদ্ধির হার কম থাকায় এবার ডিএ বৃদ্ধি তুলনামূলকভাবে কম হয়েছে। ২০২১ সালে কোভিড পরবর্তী সময়ে পুনরায় ডিএ চালুর পর সাধারণত ৩-৪ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছিল।

অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের জন্য আগামী ১ এপ্রিল থেকে ১৮ শতাংশ হারে নতুন ডিএ কার্যকর হবে। ফলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ডিএর ব্যবধান ৩৭ শতাংশে পৌঁছাবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.