৭৩ তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে দেশের এক অন্যতম বিতর্কের বিষয় হয়ে উঠেছিল দিল্লির প্যারেড থেকে বাংলার প্রস্তাবিত ট্যাবলোর বাদ পড়ার বিষয়টি। যে ট্যাবলোর বিষয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু।
শেষ পর্যন্ত বাংলার সেই ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের প্যারেডে স্থান পেল ঠিকই, তবে সেটা দিল্লির রাজপথে নয়, কলকাতার রাজপথে।
৭৩ তম প্রজাতন্ত্র দিবসের আরও এক উল্লেখযোগ্য দিক হল কলকাতার রাজপথে এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখোমুখি হওয়া। তাৎপর্যের বিষয় হল, এদিন এই দুই ব্যক্তি মুখোমুখি হলেও হল না কোনও কথা। হল শুধুই শুষ্ক সৌজন্য বিনিময়।
এদিন সকালে সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, ”আপনাদের সকলকে সাধারণতন্ত্র দিবসের আন্তরিক শুভ কামনা। জয় হিন্দ।” সকলকে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লেখেন, ”সকলকে ৭৩তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। ভারতীয় সাধারণতন্ত্রের গর্ব, একতা ও অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখতে নিজেদের সর্বস্ব অর্পণ করা সমস্ত জওয়ানকে প্রণাম জানাই। আসুন আমরা সবাই স্বাধীনতার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করার সংকল্প করি। জয় হিন্দ।”