প্রথম পাতা খবর নতুন আইকর বিল প্রত্যাহার করল কেন্দ্র, ফের লোকসভায় পেশ ১১ আগস্ট

নতুন আইকর বিল প্রত্যাহার করল কেন্দ্র, ফের লোকসভায় পেশ ১১ আগস্ট

117 views
A+A-
Reset

২০২৫ সালের আয়কর বিল আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করল কেন্দ্র। এটি প্রথমে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি লোকসভায় পেশ হয়েছিল। তবে বৈজয়ন্ত পাণ্ডা-র নেতৃত্বাধীন সিলেক্ট কমিটির অধিকাংশ সুপারিশ অন্তর্ভুক্ত করে সংশোধিত সংস্করণ আগামী ১১ আগস্ট লোকসভায় পেশ করা হবে বলে জানা গিয়েছে।

বিলের একাধিক সংস্করণ থেকে বিভ্রান্তি এড়াতে এবং সমস্ত পরিবর্তনসহ একটি স্পষ্ট ও হালনাগাদ সংস্করণ দেওয়ার জন্য সোমবার সংশোধিত আয়কর বিল সংসদে উপস্থাপন করা হবে।

এর আগে, কমিটি ২১ জুলাই সংসদে তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। ওই প্রতিবেদনের আকার ছিল ৪,৫০০ পৃষ্ঠার, যাতে নতুন আয়কর বিল ২০২৫-এর খসড়া উন্নত করতে ২৮৫টি প্রস্তাব দেওয়া হয়। এই বিলটি ১৯৬১ সালের পুরনো আয়কর আইন প্রতিস্থাপনের জন্য আনা হচ্ছে। প্রস্তাবগুলির মধ্যে কয়েকটি সরাসরি সাধারণ করদাতাদের উপকারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আয়কর বিল ২০২৫ কেন প্রত্যাহার করা হল?
আর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, বিলের ভাষা ও উদ্দেশ্য সঠিকভাবে প্রকাশের জন্য বিভিন্ন পরামর্শ পাওয়া গিয়েছে, যা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া খসড়া তৈরির সময়ের কিছু ত্রুটি, বাক্য গঠনের সামঞ্জস্য, সম্পর্কিত পরিবর্তন এবং ক্রস-রেফারেন্স সংশোধন করতে হবে।

মন্ত্রী আরও জানান, পুরনো সংস্করণে আইনজীবী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বেশ কয়েকটি খসড়াগত ভুল ধরিয়ে দিয়েছিলেন, যেগুলি লোকসভার সিলেক্ট কমিটিও চিহ্নিত করেছিল। এই কারণেই ২০২৫ সালের আয়কর বিল প্রত্যাহার করে পরে নতুন বিল লোকসভায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.