কলকাতা: ফের আইনি জটিলতায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ প্রক্রিয়া। ৩০ মে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করলেন লুবানা পারভিন নামে এক প্রার্থী। মঙ্গলবার মামলার আবেদন গ্রহণ করে শুনানির অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে আগামী ৫ জুন এই মামলার শুনানি হতে পারে।
মামলাকারীর অভিযোগ, প্রায় ৪৪ হাজার শূন্যপদের জন্য জারি করা বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট রুল সম্পূর্ণভাবে অবৈধ। তাঁর আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া ওই বছরের নিয়মেই পরিচালিত হওয়া উচিত ছিল। অথচ নয়া বিজ্ঞপ্তিতে তা মানা হয়নি।
বয়সের ছাড় এবং অভিজ্ঞতার নম্বর নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী। অভিযোগ, একাধিক পরীক্ষায় বসা প্রার্থীদের জন্য প্রতিটি সিলেকশনে আলাদা ছাড় দেওয়ার কথা থাকলেও, নতুন নিয়মে তা একবারের জন্যই সীমিত করা হয়েছে। অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর প্রদানকেও চ্যালেঞ্জ জানানো হয়েছে আদালতে।