গুমোট গরমভাব থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীর। আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দুপুর কিংবা বিকেলের পরে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে সময়ের আগেই কেরেলায় প্রবেশ করেছে বর্ষা। মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করায় বঙ্গে বর্ষা প্রবেশের পথ সুগম হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি অর্থাৎ অসম, মেঘালয়-সহ রাজ্যগুলিতে আগামী তিন-চারদিনের মধ্যে এই মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তার ফলে বঙ্গে বর্ষার প্রবেশ শুধুই সময়ের অপেক্ষা।
মঙ্গলবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লেই আরও বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।