নয়াদিল্লি:বিচারপতি সঞ্জীব খান্না সোমবার ভারতের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন।
দেশের প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ ডিওয়াই চন্দ্রচূড়ের। শুক্রবার শীর্ষ আদালতে ছিল চন্দ্রচূড়ের কর্মজীবনের শেষ এজলাস। খাতায়কলমে অবশ্য তাঁর অবসরের দিন আগামী রবিবার, ১০ নভেম্বর। তবে শনিবার এবং রবিবার আদালত ছুটি। সেই কারণে শুক্রবারই শেষ বার বিচারপতির আসনে বসলেন চন্দ্রচূড়।
দেশের পরবর্তী হিসেবে বিচারপতি খান্নার নাম ঘোষণা হয়েছিল আগেই। বর্তমান প্রধান বিচারপতি চন্দ্রচূড়ই তাঁর নাম সুপারিশ করেন। ২০২২ সালের ৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ৬৫ বছর বয়সে অবসরগ্রহণ করছেন তিনি।
আগামী প্রায় সাত মাস, অর্থাৎ ২০২৫ সালের ১৩ পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে পদে আসীন থাকবেন সঞ্জীব। ২০১৯ সালের ১৮ জানুয়ারি দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন বিচারপতি খান্না। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে রাজনৈতিক ভাবে স্পর্শকাতর মামলার শুনানি করেছেন তিনি।