কলকাতা: আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এমনটাই অভিযোগ করছে ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে শিবিরের কাজ। সার্টিফিকেট দেওয়া যাচ্ছে না। এমন অভিযোগ সামনে আসার পর মুখ খুললেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এনসিসির ক্ষেত্রে ৭৫ শতাংশ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। ২৫ শতাংশ দেয় সংশ্লিষ্ট রাজ্য। বাংলা সেই টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এনসিসি-র ডিরেক্টর জেনারেলকে (ডিজি) চিঠি লিখে সমস্যার কথা জানিয়েছেন রাজ্যে দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি)। সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকেও।
অভিযোগ, দীর্ঘ দিন ধরেই এনসিসি-র ফান্ড চেয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। তা সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। ফলে চূড়ান্ত আর্থিক সমস্যায় পড়েছে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীর এই যুব শাখা।
বুধবার এই অভিযোগ সামনে আসার পর মন্ত্রী চন্দ্রিমা বলেন, “অভিযোগের সারবত্ত্বা নেই। গত ২১ অক্টোবরেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। পরবর্তী ফান্ডও দেওয়া হবে। যাদের টাকা দেওয়া হচ্ছে, তাদেরও একটা হিসেব দিতে হয়। হিসেব দিলে সেই মতো টাকা দিয়ে দেওয়া হবে”। একই সঙ্গে তাঁর দাবি, রাজ্য টাকা বন্ধ করেনি, কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না, সেটাতে নজর দেওয়া জরুরি।
আরও পড়ুন: নজরে পঞ্চায়েত নির্বাচন, মহিলা ভোট ধরে রাখতে নয়া কর্মসূচি তৃণমূলের