ডেস্ক: ভবানীপুরে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের প্রচার ঘিরে তুমুল উত্তেজনা। সোমবার যদুবাবুর বাজারে দিলীপের কর্মসূচিতে হামলা, ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছে। মাথা ফেটেছে এক বিজেপি কর্মীর।
ঘটনায় প্রকাশ, এ দিন দিনে যদুবাবুর বাজারে দিলীপের মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। প্রচারের শেষ দিন দিলীপ যখন যদুবাবুর বাজারে লিফলেট বিলি করছিলেন, তখনই তাঁর সামনে চলে আসেন তৃণমূল কর্মী-সমর্থকরা। প্রচারের মধ্যেই টিকাকরণ পদ্ধতি খতিয়ে দেখতে পুরসভার একটি স্বাস্থ্য কেন্দ্রে ঢোকেন বিজেপি সাংসদ। বিক্ষোভ দেখায় তৃণমূল।
দিলীপকে দেখে দেওয়া হয় ‘জয় বাংলা’ স্লোগান। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন বিজেপি কর্মীরা। এ ভাবেই উত্তেজনা চরমে ওঠে। এর পর ভাবনারায়ণ সিং নামে এক দলীয় কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির।
শেষমেশ আহত কর্মীকে নিয়ে গাড়িতে করে চিকিৎসার জন্য নিয়ে যান দিলীপ। এ দিনের ঘটনা প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘ভবানীপুরে তৃণমূল হেরে গিয়েছে বুঝতে পেরেই এ ভাবে আমাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। এ ভাবে নির্বাচন হয় না।’’ তিনি জানিয়েছেন, পুরো ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন।
আরও পড়ুন: কৃষক আন্দোলনকে সমর্থন করলেও ভারত বনধকে সমর্থন নয়, জানালেন মমতা
তবে তৃণমূলের পাল্টা দাবি, এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করে বিজেপি। এমনকী দিলীপের নিরাপত্তারক্ষীরা বন্দুক উঁচিয়ে ভয় দেখান। আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ ভবানীপুরে। তার আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেই চেষ্টাই করেছে তৃণমূল।