প্রথম পাতা খবর চারধাম যাত্রা ২০২৩: কেদারনাথে দর্শনের সময় পরিবর্তন, জানুন বিস্তারিত

চারধাম যাত্রা ২০২৩: কেদারনাথে দর্শনের সময় পরিবর্তন, জানুন বিস্তারিত

438 views
A+A-
Reset

আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও চারধাম যাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে চারধামে আসা ভক্তের সংখ্যা আড়াই লক্ষ ছাড়িয়েছে। এ দিকে, কেদারনাথে তীর্থযাত্রীদের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দর্শনের সময় আধঘণ্টা বাড়িয়েছে মন্দির কমিটি।

মন্দির কমিটির কার্যনির্বাহী আধিকারিক আরসি তিওয়ারি বলেন, এখন মন্দির পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নৈবেদ্যর জন্য দেড় ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা বন্ধ থাকবে। বিকেল ৩টের পরিবর্তে সাড়ে ৩টেয় মন্দির বন্ধ হয়ে বিকেল সাড়ে ৪টেয় খোলা হবে। রাত ১১টা থেকে শুরু হচ্ছে রাতের বিশেষ পুজো।

এ দিকে, কেদারনাথে, নগর পঞ্চায়েত, সুলভ সংস্থা এবং স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায়, শঙ্করাচার্য সমাধি থেকে অলকানন্দা নদীর উপর ভৈরবনাথ সেতু পর্যন্ত একটি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল। এতে প্রায় দুই কুইন্টাল প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি চণ্ডী প্রসাদ তিওয়ারি, নগর পঞ্চায়েতের মুকেশ, সুলভ সংস্থার আদিত্য-সহ ৩০ জন ওই প্রচারে অংশ নিয়েছিলেন।

শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয় ​​কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগেন্দ্র সিংকে কেদারনাথে ভক্তদের ক্রমবর্ধমান ভিড় এবং আবহাওয়ার চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে ধামে ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন। বিকেটিসি সভাপতি নিজেই বদ্রীনাথে ক্যাম্প করেছেন এবং ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন।

কেদারনাথের পাশাপাশি এখন বদ্রীনাথ ধামেও থেমে থেমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। যে কারণে ভক্তদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। বদ্রীনাথ ধামের মাস্টার প্ল্যানের কাজেও আবহাওয়ার প্রভাব পড়ছে। এমতাবস্থায় বিকেটিসি চেয়ারম্যান পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং পুণ্যার্থীদের কাছ থেকে মতামত নিচ্ছেন, তাদের সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.