প্রথম পাতা খবর বদ্রীনাথ হাইওয়েতে ঘণ্টার পর ঘণ্টা যানজট, দুর্ভোগ চারধাম যাত্রায়

বদ্রীনাথ হাইওয়েতে ঘণ্টার পর ঘণ্টা যানজট, দুর্ভোগ চারধাম যাত্রায়

289 views
A+A-
Reset

ঘণ্টার পর ঘণ্টা বদ্রীনাথ হাইওয়েতে যানজটে আটকে চারধামের তীর্থযাত্রীরা। ধারিদেবী থেকে খানখরা পর্যন্ত পাঁচ কিলোমিটার পথে দীর্ঘ যানজট। ওয়াকিবহাল মহলের মতে, এই যানজটের প্রধান কারণ অনিয়ন্ত্রিত যানবাহন ব্যবস্থা।

ধারিদেবীর কাছে সিরোবগড় বিপদসংকুল অঞ্চলে একই সঙ্গে ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এরই মধ্যে বর্তমানে চারধাম যাত্রা পুরোদমে চলছে। প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী বদ্রীনাথ হাইওয়ে দিয়ে যাতায়াত করছেন। মহাসড়ক দিয়ে হাজার হাজার যাত্রীবাহী যান চলাচলের কারণে অনেক জায়গায় যানজটের পরিস্থিতিও তৈরি হচ্ছে।

এই অঞ্চলই এখন চারধাম যাত্রীদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধারিদেবীর কাছে বদ্রীনাথ মহাসড়কের প্রায় ৫০ মিটার এলাকা খুবই সরু এবং একই সঙ্গে বড়ো যানবাহন চলাচলের কারণে সেখানে যানজট লেগেই থাকে। ধারিদেবী থেকে খানখারা পর্যন্ত পাঁচ কিলোমিটার পর্যন্ত নিয়মিত যানজটের কবলে পড়ছে। এমন অবস্থায় রোদ ও তৃষ্ণা নিয়েই ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। অতিমন্থর গতিতে যানবাহন এগোচ্ছে এই রাস্তায়।

বৃষ্টি নেই। তবুও এলাকায় মাঝে মাঝেই খসে পড়ছে পাথরের চাঁই। এরই মধ্যে যানজটের কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। যান নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার প্রবোধ কুমার জানান, একসঙ্গে বড় যানবাহন চলাচলের কারণে যানজটের সমস্যা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.