বাংলাদেশে আওয়ামি লিগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লিগকে সন্ত্রাস দমন আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছে মহম্মদ ইউনুসের সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করে এ ঘোষণা করা হয়। ছাত্র লিগের বিরুদ্ধে খুন, অত্যাচার, ক্যাম্পাসে দমনপীড়ন, ধর্ষণ, যৌন হেনস্তা, এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ করে, ১৫ জুলাইয়ের পর থেকে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ রয়েছে ছাত্র লিগের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্র লিগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। ডেডলাইন পেরোবার আগেই বাংলাদেশ সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলে দাবি অন্তর্বর্তী সরকারের।
স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, আওয়ামি লিগের ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এই নিষেধাজ্ঞার মাধ্যমে সেসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সরকার দৃঢ় পদক্ষেপ নিল।