ভাতা দিয়ে রাজনীতি করতে ব্যস্ত মুখ্যমন্ত্রী, মমতার ‘ম্যানমেড’ তত্ত্ব খারিজ শুভেন্দুর

ডেস্ক: রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ফের ‘ম্যানমেড’  তত্ত্ব খাড়া করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন তিনি।
রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের DVC-কে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বন্যাটা কিন্তু হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যানমেড বন্যা।’  এদিন শুভেন্দু অভিযোগ করেন, সরকার স্থায়ী পরিকাঠামোতে বিশ্বাস করে না। তাই বাংলায় এই বিপর্যয়। শুভেন্দু অধিকারীর আরও অভিযোগ, “গোটা রাজ্যকে ভাতাতে পরিণয় করেছেন মুখ্যমন্ত্রী। কোথায় খরচ করলে ভোটব্যাংক মজবুত করা যায়, সেটাই তাঁর এজেন্ডা। পূর্ত, সেচ দফতরের স্থায়ী পরিকাঠামো তৈরি এবং রক্ষণাবেক্ষণে সরকার খরচ করে না।”

 আরও পড়ুন: স্বচছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করলেন মোদী, উন্নয়নের লক্ষ্যে মোট ৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ


পাশাপাশি বাংলার প্লাবনের জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি-কে যে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী, তাও নস্যাৎ করেছেন দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ডিভিসি একক ভাবে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় না। সরকারের তরফে সেচ দফতরের সচিব এবং পশ্চিমাঞ্চলের চিফ ইঞ্জিনিয়র থাকেন কমিটিতে। তাঁদের মতামত নিয়েই জল ছাড়া হয়। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, প্রথম বন্যাতে খানাকুল, আরামবাগ, পুরশুড়া ভেসে যাওয়ার পরও বাঁধ মেরামত করেননি কেন?” 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে