আগামী ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত লন্ডন সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফরের আগে প্রশাসনিক ও সাংগঠনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যের কাজে যেন কোনও সমস্যা না হয়, সে জন্য কয়েকজন অফিসার ও মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
টাস্ক ফোর্সের সদস্য হিসেবে থাকছেন বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার ও মনোজ ভার্মা। তাঁরা প্রতিদিন পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং প্রয়োজনে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করবেন।
এছাড়া, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সময় নবান্নে প্রশাসনিক দায়িত্ব সামলাবেন পাঁচ মন্ত্রী— চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। তাঁরা অফিসারদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন এবং জরুরি বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন।
সাংগঠনিক দিক দেখবেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে আরও কয়েকজন থাকবেন, যাতে কোনও সমস্যায় দলীয় কর্মীরা সহজেই যোগাযোগ করতে পারেন। মুখ্যমন্ত্রীর কথায়, “অনেকে বুঝতে পারেন না কাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাই আগেভাগেই সব দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।”