আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেগ এপার বাংলায় অটুট থাকলেও, বাংলাদেশের পরিস্থিতি এবার কিছুটা আলাদা। কলকাতার দেশপ্রিয় পার্কে রাজ্য সরকারের আয়োজিত ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরে জানান, বাংলা ভাষার গৌরব চিরকাল অক্ষুণ্ণ থাকবে।
বাংলার শক্তি ও ঐতিহ্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো স্লোগান তোলেন— “জয় বাংলা”! তিনি বলেন, “এই বাংলার মাটি দামি। বাংলা ভাষা আমাদের ঐতিহ্য ছিল, আছে, থাকবে। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা, যার পেছনে ব্রাত্য বসুরও বড় ভূমিকা রয়েছে। আমরা বই, পত্রপত্রিকার মাধ্যমে তার প্রমাণ দিয়েছি। আমরা সবাই শান্তি, ঐক্য, সম্প্রীতি চাই।”
এবারের মাতৃভাষা দিবস উদযাপন শুরু হয় প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে। দেশপ্রিয় পার্কে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন শিল্পীর সহধর্মিণীও। প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠানের সূচনা হয় “আমি বাংলায় গান গাই” গান দিয়ে, যা মঞ্চে পরিবেশন করেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার।