দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন। আর তা ঘিরেই রাজ্যের নানা প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। এই পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন গুরুত্বপূর্ণ বৈঠক।
আগামী ১৬ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ইমাম-মৌলবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবীরা। ওয়াকফ আইন নিয়ে বিস্তারিত আলোচনা হবে ওই দিন।
ইতিমধ্যেই কলকাতার পার্ক সার্কাস ও এসপ্লানেড, মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় এই আইনের বিরুদ্ধে পথে নেমেছেন বহু মানুষ। প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক ও রাজনৈতিক মহলেও।
রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে থাকবেন মোয়াজ্জেন ও অন্যান্য ধর্মীয় প্রতিনিধিরাও। এই আইনের বিরুদ্ধে প্রয়োজনে আইনি লড়াই সুপ্রিম কোর্টেও চলবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।