প্রথম পাতা খবর মুর্শিদাবাদে ৭১৮ কোটি টাকার ১৬৭ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদে ৭১৮ কোটি টাকার ১৬৭ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

220 views
A+A-
Reset

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৭১৮ কোটি টাকা ব্যয়ে ১৬৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

ঘোষণা অনুযায়ী, জেলায় ১৭৫টি নতুন স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার জন্য বরাদ্দ হচ্ছে ১২ কোটি টাকা। একই সঙ্গে সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষের সুবিধার্থে তৈরি করা হবে নতুন মহকুমা অফিস।

এ দিন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি বা কোনও মৌলবাদী সংগঠনের প্ররোচনায় পা দেবেন না। আমি বরং চাই, আপনারা নিজেদের মধ্যে বিভাজনের বদলে আমার গলাটা দেহ থেকে ভাগ করে দিন। তাতে আমি খুশি হব।”

সম্প্রতি মুর্শিদাবাদে যে হিংসা ছড়িয়েছে, তার প্রেক্ষাপটে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.