244
ফের একবার জেলা সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের ৭ তারিখ এই সফর শুরু করবেন তিনি।
মুখ্যমন্ত্রীর এবারের সফর হবে মূলত উত্তরবঙ্গ জুড়ে। সফরের তালিকায় থাকছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা।
জানা গিয়েছে, ৭ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ৮ডিসেম্বর মালদহ ও মুর্শিদাবাদ এবং ৯ ডিসেম্বর নদীয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী হিসেবে এই ধরণের জেলা সফর তাঁর প্রশাসনিক কর্মকাণ্ডেরই একটা অঙ্গ। মাঝে কিছুদিন কেন্দ্রীয় রাজনীতির কারণে মুখ্যমন্ত্রীকে ভীনরাজ্যে ছোটাছুটি করতে হচ্ছিল। তবে সেই কারণে কিন্তু তিনি রাজ্যের মানুষকে কোথাও বঞ্চিত করেননি। আর রাজ্যে ফিরেই তাই আবার শুরু করতে চলেছেন তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা সফর