কলকাতা: রাজ্য পুলিশের নিয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন। পুলিশে নতুন নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার— সবই তুলে ধরেন তিনি। ১২ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের পুলিশ বাহিনীর দ্রুত ক্ষমতাবৃদ্ধির প্রক্রিয়া শুরু হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার ইতিমধ্যে নিরাপত্তা সম্পর্কিত সমীক্ষার কাজ শুরু করেছে। রাজ্যের নিরাপত্তা অডিটের মাধ্যমে সমস্ত ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এই সমীক্ষার পাশাপাশি পুলিশ বাহিনীকে দ্রুত এবং বেশি সংখ্যায় কাজে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী বিশেষ জোর দেন।
মুখ্যমন্ত্রী বলেন, “১২ হাজার পুলিশের নিয়োগ আটকে ছিল। আশা করি, সোমবারের মধ্যে সেই অর্ডার এসে যাবে। আগে যদি এই নিয়োগ সম্পন্ন হতো, তবে সব জায়গাতেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারতাম। পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে, কিন্তু এবার আমি বলেছি, বেশি সময় না নিয়ে দ্রুত নিয়োগ করতে হবে।”
এছাড়া, প্রশিক্ষণাধীন পুলিশকর্মীদের দ্রুত কাজে লাগানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “এবার থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছে, তারা প্রশিক্ষণ চলাকালীনই কাজে যোগ দেবে। ম্যানপাওয়ারের ঘাটতি মেটাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
মুখ্যমন্ত্রীর মতে, এটি একটি বিশেষ ব্যবস্থা, যেখানে পুলিশের প্রশিক্ষণ চলতে চলতেই তাদের কর্মক্ষেত্রে ব্যবহার করা হবে। চিকিৎসা ক্ষেত্রের উদাহরণ টেনে তিনি বলেন, “যেমন ডাক্তাররা পড়াশোনা চলাকালীনও চিকিৎসা সেবা দেন, তেমনই পুলিশকর্মীরাও প্রশিক্ষণ চলাকালীন দায়িত্ব পালন করবেন।”