321
কলকাতা: সোমবার বিধানসভার অধিবেশনে বাংলা ভাগের প্রসঙ্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা ভাগ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন।’’
প্রসঙ্গত, ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংসদে বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রস্তাব দিয়েছেন।