পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেন সফর শেষ হচ্ছে আজ। রাত ১০টায় তিনি হিথরো বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেবেন, দুবাই হয়ে শনিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।
বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেনমমতা। যেখানে তাঁর সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেলগ কলেজের ‘দ্য হাব’ প্রেক্ষাগৃহে বক্তৃতা দেওয়ার পাশাপাশি তিনি ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী ও গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করেন।
এ দিকে, বাজেট অধিবেশনের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের হুইপ থাকা সত্ত্বেও অনুপস্থিত থাকা বিধায়কদের তালিকা প্রস্তুত করেছে পরিষদীয় দল। ইতিমধ্যেই এই তালিকা বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছে রাজ্যের শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন থেকে ফিরলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।