191
আগামী সোমাবার (১৭ মার্চ, ২০২৫) ফুরফুরা শরিফ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সরকারি উদ্যোগে আয়োজিত ইফতারে তিনি অংশ নেবেন এবং ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করবেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, যা রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
তৃণমূল ক্ষমতায় আসার পর এটি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থ ফুরফুরা সফর। এর আগে তিনি ২০১১, ২০১২ ও ২০১৬ সালে সেখানে গিয়েছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে ইতিমধ্যেই ফুরফুরা শরিফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।