প্রথম পাতা খবর চাকরিহারাদের নিয়ে আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নবান্নে

চাকরিহারাদের নিয়ে আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন নবান্নে

294 views
A+A-
Reset

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ঘিরে উত্তাল বিকাশ ভবন চত্বর। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। এই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৫টায় নবান্নে সাংবাদিক সম্মেলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে সে কথা নিজেই জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেল। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু আন্দোলনকারীদের একাংশ ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ এবং পুরনো প্যানেল থেকেই চাকরি ফেরানোর দাবি জানাচ্ছেন।

সোমবার রাজ্যের শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করলেও, আন্দোলনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি জানাচ্ছেন। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, “চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য আজ বিকেল ৫টায়, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে, নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে।” রাজ্য সরকার আইন মেনে পদক্ষেপ নেবে বলেই এর আগে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের সাংবাদিক সম্মেলনে কী ঘোষণা আসে, সেদিকেই তাকিয়ে শিক্ষাক্ষেত্র এবং চাকরিহারা মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.