প্রথম পাতা খবর পুরপারিষদের সংখ্যা বাড়ছে বারাসত ও বনগাঁ মহকুমার ৬টি পুরসভায়

পুরপারিষদের সংখ্যা বাড়ছে বারাসত ও বনগাঁ মহকুমার ৬টি পুরসভায়

311 views
A+A-
Reset

বারাসত: পুরপারিষদ বা চেয়ারম্যান-ইন-কাউন্সিল (সিআইসি) সদস্য বাড়তে চলেছে বারাসত ও বনগাঁ মহকুমার ছয়টি পুরসভায়। জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সপ্তাহেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে ওই বাড়তি সদস্যদের।

জানা গিয়েছে, ‘এ’ ক্যাটিগরির বারাসত পুরসভায় এতদিন পুরপারিষদ সদস্য ছিলেন পাঁচজন। যাঁদের হাতে ছিল একাধিক দফতরের দায়িত্ব। অন্য দিকে, ‘বি’ ক্যাটিগরির মধ্যমগ্রাম পুরসভায় এতদিন মাত্র চারজন পুরপারিষদ সদস্য চেয়ারম্যানকে সহায়তা করতেন। তাঁদের হাতেও ছিল একাধিক দফতরের দায়িত্ব। এ বার এই দুই পুরসভাতেই দু’জন করে সদস্য বৃদ্ধি করা হচ্ছে।

‘ডি’ ক্যাটিগরির গোবরডাঙা পুরসভায় এতদিন কোনো সিআইসি মেম্বার ছিলেন না। পরিবর্তে স্ট্যান্ডিং কমিটি পুরসভার কাজে সহযোগিতা করে এসেছে। এ বার তিনজন কাউন্সিলারকে নিয়ে কাউন্সিল গঠনের প্রস্তুতি চলছে। পুর ও নগরোন্নয়ন দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত।

একই ভাবে দু’জন পুরপারিষদ নিয়োগ করা হচ্ছে ‘সি’ ক্যাটিগরির বনগাঁ পুরসভায়। এখানে এতদিন সিআইসি মেম্বার ছিলেন তিন জন। এ ছাড়াও ‘সি’ ক্যাটিগরির হাবড়া ও অশোকনগর পুরসভা অতিরিক্ত দু’জন করে পুরপারিষদ পেতে চলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.