প্রথম পাতা খবর আর্থিক দুর্নীতির মামলায় অর্জুন সিংহকে তলব করল সিআইডি

আর্থিক দুর্নীতির মামলায় অর্জুন সিংহকে তলব করল সিআইডি

197 views
A+A-
Reset

বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংহকে আবারও তলব করল সিআইডি। সিআইডি-এর আর্থিক অপরাধ দমন শাখা ১২ নভেম্বর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। চার বছরের পুরনো একটি আর্থিক দুর্নীতির মামলার সূত্রে তাঁকে তলব করা হয়েছে।

অর্জুন সিংহ ২০১০ সাল থেকে ২০১৯ সালের গোড়া পর্যন্ত তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার পরেই ভাটপাড়া পুরসভায় সাড়ে চার কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত শুরু করে। এর আগে ২০২১ সালেও এই মামলায় অর্জুন সিংহকে তলব করা হয়েছিল।

অর্জুন সিংহের বিরুদ্ধে এই মামলাটি রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। কারণ, বিজেপি নেতাকে তলবের পর দিনই রয়েছে নৌহাটি বিধানসভার উপনির্বাচন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.