কলকাতা: নতুন বছরে সিভিক ভলান্টিয়ারদের জন্য দুর্দান্ত সুখবর। পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের অধীনে সমস্ত সিভিক ভলান্টিয়ারের বোনাস বাড়ল। এখন থেকে প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বাৎসরিক অ্যাডহক বোনাস পাবেন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা নবান্নের।
নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশ এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানোর ব্যাপারে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল অনুমোদন দেওয়ার পরই সেই সিদ্ধান্ত কার্যকর করা হল।
আগে ২০০০ টাকা করে বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা। ২০২০ সালের ৮ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হয়েছিল। ২০২৩ সালের পুজোতেও সিভিক ভলান্টিয়াররা ওই বোনাস পেয়েছেন। এ বার সেই বোনাসের অঙ্ক বৃদ্ধি করা হল।
উল্লেখ্য, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে রাজ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার সিভিক ভলান্টিয়ার রয়েছেন। রাজ্যের এই সিদ্ধান্তে তাঁরা উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।