প্রথম পাতা খবর ‘আরজি কর জানেন তো?’ ভাতার হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি এবং হেনস্থায় ধৃত সিভিক ভলান্টিয়ার

‘আরজি কর জানেন তো?’ ভাতার হাসপাতালে মহিলা চিকিৎসককে হুমকি এবং হেনস্থায় ধৃত সিভিক ভলান্টিয়ার

360 views
A+A-
Reset

ভাতার হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে আরজি কর প্রসঙ্গ টেনে হুমকি। এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সুশান্ত রায়।

পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালে শুক্রবার মধ্যরাতে মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে হেনস্থা করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। এমনকি, আরজি করের ঘটনার উদাহরণ দিয়ে মহিলা চিকিৎসককে তিনি শাসানি দেন বলেও অভিযোগ। মহিলা চিকিৎসকের অভিযোগ, ‘ওই সিভিক ভলান্টিয়ার বলে গতকাল আরজি করে কী হয়েছে জানেন তো? তা আপনার সঙ্গেও করে দেব।’

এ নিয়ে শনিবার ভাতার থানায় বিক্ষোভ দেখান চিকিৎসকেরা। ডেপুটেশন জমা দেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। যার প্রেক্ষিতে পুলিশ ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (২) সূবর্ণ গোস্বামী বলেন, “আর জি কর হাসপাতালে কি হয়েছে আমরা সবাই জানি। ওই ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল। বিভিন্ন রাজ্যে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন। এই আবহে ভাতারে এক সিভিক ভলান্টিয়ার মদ্যপবস্থায় আমাদের এক মহিলা চিকিৎসকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছে। আর জি কর-এর মতো ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।” ধৃতের শাস্তির আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.