বিহারের সাসারামে ম্যাট্রিক পরীক্ষার হলে নকল করা নিয়ে শুক্রবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় গুলিচালনায় এক ছাত্রের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও দুইজন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “ছাত্রদের মধ্যে গুলিযুদ্ধ হয়… একজনের পায়ে ও অন্যজনের পিঠে গুলি লাগে। আহতদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।”
এই ঘটনার পর নিহত ছাত্রের পরিবার ও স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তবে, পুলিশ আশ্বাস দেয় যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরে তাঁরা দেহ নিয়ে সৎকারের জন্য রাজি হন।
VIDEO | Bihar: A clash broke out between two groups of matriculation students over cheating in the exam hall in Sasaram, Rohtas district in which one student was shot dead and two were injured.#BiharNews #SasaramViolence
— Press Trust of India (@PTI_News) February 21, 2025
(Full video available on PTI Videos -… pic.twitter.com/g87moSpQrg
ঘটনার ভিডিওতে দেখা গেছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, পুলিশ ও স্থানীয়রা সেখানে উপস্থিত রয়েছে, ফলে যান চলাচল ব্যাহত হয়েছে।