প্রথম পাতা খবর ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর, দ্রুত তদন্তের আশ্বাস

324 views
A+A-
Reset

ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় নিহত দম্পতির মেয়েকে ফোন করে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কলকাতা পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, গুলি করেই হত্যা করা হয়েছিল গুজরাটি দম্পতিকে। দু’জনেরই শরীরে গুলির আঘাত পাওয়া গিয়েছে। গোটা ঘটনায় তদন্তের স্বার্থে থ্রি-ডি স্ক্যানার  ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ।
ভবানীপুরে মৃত গুজরাটি দম্পতির ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের পাশে আছেন বলে অশোক ও রেশমি শাহের মেয়েকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দ্রুত তদন্তেরও আশ্বাস দেন তিনি৷

মুখ্যমন্ত্রীর পাড়ার মতো এত বড় ভিভিআইপি জোনে দম্পতির খুন নিয়ে শহরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে বলেও খবর৷ দম্পতির ঘর থেকে সোনার গয়না সহ বেশ কিছু জিনিস খোয়া গিয়েছে৷ ফলে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ থেকে লুঠের উদ্দেশ্যেই এই খুন বলে মনে করছেন তদন্তকারীরা৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.