প্রথম পাতা খবর হিংসায় যাঁরা উস্কানি দিচ্ছেন, কাউকে রেয়াত করা হবে না, শান্তি বজায় রাখতে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

হিংসায় যাঁরা উস্কানি দিচ্ছেন, কাউকে রেয়াত করা হবে না, শান্তি বজায় রাখতে বার্তা মুখ্যমন্ত্রী মমতার

190 views
A+A-
Reset

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ। আইনের প্রতিবাদ ঘিরে উত্তপ্ত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একাধিক এলাকা। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ, জঙ্গিপুর, আমতলা, চাঁপদানির মতো জায়গায় অশান্তির ছবি স্পষ্ট। রেল সম্পত্তি ভাঙচুর, পথ অবরোধ—সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শান্তির বার্তা দিলেন।

মমতার সাফ কথা, “কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না।” তিনি আরও লিখছেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে অশান্তি করবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন।” তাঁর কথায়, “হিংসায় যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না”।

এরপরই কেন্দ্রের কোর্টে বল ঠেলে মমতা লিখছেন, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।”

মমতার স্পষ্ট কথা, “আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি – আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.