প্রথম পাতা খবর আজ রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

আজ রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

394 views
A+A-
Reset

কলকাতা: শুক্রবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলকাতা ও তার সন্নিহিত অঞ্চলের সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন উপলক্ষে এক বিশেষ শোভাযাত্রা।

পুজোর পর কলকাতার অন্যতম সেরা আকর্ষণ রেড রোডে কার্নিভাল। ২০১৬ সালে এই কার্নিভালের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়ার পর একটি দিন ঠিক করা হয় কার্নিভালের জন্য। সেদিন কলকাতা এবং আশেপাশের এলাকার সেরা পুজোর প্রতিমাগুলি শোভাযাত্রা সহকারে রেড রোড দিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়।

সেই শোভাযাত্রায় অংশ নেন দেশ-বিদেশের অতিথি ও দর্শকরা। রাস্তার দুপাশে তাঁদের বসার ব্যবস্থা করা হয়। পুরোটার তত্ত্বাবধানে থাকেন খোদ মুখ্যমন্ত্রী। করোনা অতিমহামারির জেরে ২০২০ এবং ২০২১ সালে এই কার্নিভাল হয়নি। ২০২২ সাল থেকে ফের চালু করা হয়। এবার পুজোয় কলকাতায় জনজোয়ার লক্ষ্য করা গিয়েছে। কার্নিভালেও সেই ভিড় দেখা যাবে বলে প্রশাসনের আশা।

এবারের কার্নিভালে ১০০টিরও বেশি পুজো কমিটির অংশ নিতে চলেছে। এই শোভাযাত্রা দেখার জন্য প্রায় ১৮ হাজার আসনের গ্যালারি বানানো হয়েছে ৷ যেখানে বসে এই মেগা কার্নিভাল দেখা যাবে।

কার্নিভাল উপলক্ষে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। এ দিন বিকাল ৪টে থেকে রেড রোডে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষের বাড়ি ফেরার জন্য বিশেষ বাস ও মেট্রোর ব্যবস্থা থাকছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.