প্রথম পাতা খবর সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে …অ্যাকশন নেব: মমতা বন্দ্যোপাধ্যায়

সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে …অ্যাকশন নেব: মমতা বন্দ্যোপাধ্যায়

229 views
A+A-
Reset

মঙ্গলবার সকালে হিঙ্গলগঞ্জে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনদেবীর পুজোর পর সভাস্থলে যান তিনি। বলেন, “সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে”।

এ দিনের সভার শুরুতেই ছন্দপতন ঘটে। আমজনতার জন্য সরকারের তরফে আনা শীতবস্ত্র মঞ্চে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পলেন মুখ্যমন্ত্রী। আমজনতার উদ্দেশে বলেন, “আমি বসলাম, দেখি কতক্ষণে আসে। আপনারাও বসুন।” একই সঙ্গে তিনি বলেন, “এখানে আসব বলে কম্বল, চাদর, সোয়েটার কিনেছি। এসে দেখছি …! বিডিওকে এখনই শীতবস্ত্র নিয়ে আসতে হবে। আমি তো আগেই বলেছি নিজে সোজাসুজি সকলকে শীতে উপহার তুলে দেব। কারও মারফত দেব না।” তা হলে কেন বিডিও অফিসে রাখা হল? সেই প্রশ্ন তোলেন তিনি।

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিডিও অফিসে রাখা শীতবস্ত্র দৌড়ে নিয়ে আসা হয়। অবশেষে ঘোষণা মতো পোশাক বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

সরকারি কাজকর্ম নিয়ে তিনি বলেন, “পুলিশ অন্যায় করলে দোষটা পড়ে আমার ঘাড়ে। সরকার ভুল করলে দায় নিতে হয় আমাকে। যদি বিডিও, আইসি, ডিএমরা ঠিকমতো কাজ না করেন, তা হলে আমি অ্যাকশন নেব”।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.