সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিন মাসের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা সুপ্রিম কোর্টের রায় খুঁটিয়ে পড়েছি। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কোনও বিচারপতির বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই।”
মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়েছেন, তাঁদের বেতন ফেরত দিতে হবে না। তিনি বলেন, “শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করাই কি বিজেপির উদ্দেশ্য?”
তিনি আরও বলেন, “এই মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন। কিন্তু একজনের অপরাধের দায় এত শিক্ষক-কর্মীর উপর বর্তাবে কেন? যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ১১,৬১০ জন নবম-দশম শ্রেণির শিক্ষক, ৫,৫৯৬ জন একাদশ-দ্বাদশের শিক্ষক। এত গুরুত্বপূর্ণ স্তরে শিক্ষকের ঘাটতি হলে স্কুলের পরিস্থিতি কী হবে?”
তিনি জানান, যাঁদের চাকরি গিয়েছে, তাঁরা নিজেদের মধ্যে সংগঠিত হয়েছেন এবং তাঁরা তাঁদের বক্তব্য তুলে ধরতে চান। আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ধৈর্য হারাবেন না, মানসিক চাপ নেবেন না। আদালত আপনাদের আবেদন করতে বলেছে, তাই আবেদন করুন। আমরা আপনাদের পাশে আছি।” তিনি আশ্বস্ত করে বলেন, “যাঁরা ন্যায্য ভাবে বঞ্চিত হয়েছেন, তাঁদের পাশে আমরা ছিল, আছি এবং থাকব।”
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরুর ব্যাপারে তিনি বলেন, “আমরা সময়সীমার মধ্যে নিয়োগ করব। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীকে বলেছি, এসএসসিকে আমাদের ভাবনার কথা জানাতে। এসএসসি স্বশাসিত সংস্থা, তারা নিয়ম মেনেই কাজ করবে। তবে আমরা চাই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হোক।”