প্রথম পাতা খবর কন্যাশ্রী দিবস একদিন ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালিত হবে: মমতা

কন্যাশ্রী দিবস একদিন ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে হিসেবে পালিত হবে: মমতা

1.1K views
A+A-
Reset

কলকাতা: প্রত্যেকবারই কন্যাশ্রী দিবস পালিত হয় ১৪ আগস্ট। এ বার কন্যাশ্রী দিবস ১০ বছরে পা দিল। সোমবার আলিপুরের ধনধান্য স্টেডিয়াম থেকে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলিতে কন্যাশ্রী প্রকল্পে অধীনে কত সংখ্যক ছাত্রী উপকৃত হয়েছেন, এই সংক্রান্ত একাধিক বিস্তারিত তথ্য তুলে নিয়ে একটি বই প্রকাশও করেন মুখ্যমন্ত্রী।

কন্যাশ্রী প্রকল্পের সাফল্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আজ কন্যাশ্রী একটা ব্র্যান্ড। সারা বিশ্বের বুকে এই ব্র্যান্ডের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আমি বিশ্বাস করি এটা একদিন মগার্ল চাইল্ড ডে হিসাবে সারা পৃথিবীতে উদযাপিত হবে। বিশ্বের যত দেশ সকলে প্রতিযোগিতায় ছিল। কন্যাশ্রী প্রথম হওয়ার পর গর্বে আমার বুকটা ভরে গিয়েছিল। আমি নেদারল্যান্ড যাই পুরস্কার নিতে। যেদিন এই প্রকল্প চালু করেছিলাম, একটা লোগো দরকার। একটা গরিব মেয়ের অবয়ব করে দিলাম নিজে হাতে। কন্যাশ্রী যে গানটা তোমরা শুনছ, গানটির লেখা এবং সুর দু’টোই আমার।”

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান গুলির উদ্দেশ্যে ও বিশেষ বার্তা দেন। অনুষ্ঠানে কন্যাশ্রী সহ, পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন। এর পাশাপাশি মেয়েদের বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

উল্লেখযোগ্য ভাবে, কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে ‘জয় ইন্ডিয়া’ শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এ দিনের মঞ্চ থেকেই “জয় হিন্দ”, “বন্দে মাতরম”, “জয় বাংলা”-র সঙ্গেই “জয় ইন্ডিয়া” স্লোগানও শোনা গেল তাঁর গলায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.