289
মহারাষ্ট্রের এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলা চালানোর ঘটনা ইতিমধ্যে জেনে গিয়েছে দেশের রাজনীতি সচেতন বেশিরভাগ মানুষ। এবার এই ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নেশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ারের বাড়িতে হামলার ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে মূখ্যমন্ত্রী টুইট করে লিখলেন, “আমি দেশের একজন প্রবীণ জনপ্রতিনিধি শরদ পাওয়ারের বাড়িতে হামলার নিন্দা করছি। এই নিয়ে মহারাষ্ট্র প্রশাসনের বিবৃতিকে স্বাগত জানাচ্ছি।”
মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মীরা শরদ পাওয়ারের বাড়ি ঘেরাও করে। এরপর ইঁট ছুঁড়ে মেরে প্রবীণ এই নেতার বাড়ির কাঁচ পর্যন্ত ভেঙ্গে ফেলা হয়