বিধানসভায় গাছ লাগিয়ে বনমহোৎসব পালন মুখ্যমন্ত্রীর। ছবি: রাজীব বসু
553
কলকাতা: সোমবার বিধানসভা চত্বরে পালিত হল বনমহোৎসবের অনুষ্ঠান। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দিয়ে নিজের লেখা কবিতা পাঠ করলেন তিনি।
“সবুজের রঙে লাল কখনও হয় না…ওরাও তো খেলতে চায়। ওরাও তো আলো দেখায়। তাই ওদের বুকে এসো সোনা ঝরা।”… বনমহোৎসবে নিজের লেখা কবিতা পাঠ করে মমতা বলেন, “আমি সবুজ ভালবাসি, অরণ্য ভালবাসি। আকাশ ভালবাসি। একটা গাছের পাতা পড়ে গেলে মন কাঁদছে। আবার গাছে সবুজ পাতা এলে মনে হয় প্রকৃতি মাতা হাসছে।”
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায় প্রমুখ।