প্রথম পাতা খবর রাজ্যপালদের ‘অতিসক্রিয়তা’ ইস্যুতে স্ট্যালিনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যপালদের ‘অতিসক্রিয়তা’ ইস্যুতে স্ট্যালিনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের

251 views
A+A-
Reset

এবার রাজ্যপাল ইস্যুতে অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের এই একই ধরনের ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গে রবিবার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এখন প্রায় সারা দেশেই বাংলার রাজ্যপালের নানা কার্যকলাপ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে তাঁর সংঘাত এর কাহিনী সুপরিচিত।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে দিল্লিতে ইতিমধ্যেই দরবার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এমনকী সংসদেও এই সংক্রান্ত প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে।

জানা গিয়েছে, এদিন সন্ধায় দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কথা হয় রাজ্যপালের ভূমিকা নিয়ে। এক্ষেত্রে অবিজেপি জোট আরও মজবুত করা প্রয়োজন বলেও স্ট্যালিনকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.