মণিপুরে শান্তি ফেরাতে যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তাঁর মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-সহ অন্যরা এখন মণিপুরে রয়েছেন। রয়েছেন সেনা প্রধান মনোজ পাণ্ডে সহ পদস্থ সেনা কর্তারা। কিন্তু পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এমতাবস্থায় মণিপুরে গিয়ে শান্তি ফেরাতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি সংবাদ মাধ্যমকে মমতা জানিয়েছেন, আমি মণিপুরে যেতে চাই। সেখানে গিয়ে মানুষকে শান্তি ফেরানোর কথা বলতে চাই। আমি কেন্দ্রীয় সরকার এবং সেনার অনুমতি চাইব ওখানে যাওয়ার জন্য।”

দু’দিন আগেই মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলায় মণিপুরের মতো জাতি দাঙ্গা লাগাতে চাইছে। তাঁর অভিযোগ বিজেপির বিভাজন রাজনীতির কারণেই মণিপুর আজ অগ্নিগর্ভ।

প্রসঙ্গত, বছর দশেক আগে ইম্ফলে গিয়ে অনশনরত ইরম শর্মিলা চানুর সঙ্গে দেখা করেছিলেন মমতা। তখন চানুকে অনুরোধ করেছিলেন, অনশন তুলে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে। এখন ফের সেখানে যেতে চান শান্তি ফেরাতে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক