প্রথম পাতা খবর কুলতলির ঘটনায় ফাঁসির দাবি, তিন মাসের মধ্যে অর্ডার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কুলতলির ঘটনায় ফাঁসির দাবি, তিন মাসের মধ্যে অর্ডার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

220 views
A+A-
Reset

কুলতলি: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় চতুর্থ শ্রেণির এক নাবালিকার ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার জয়নগর এলাকা থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়, যা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পরিবারের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের রাজ্যে তিনটি ফাঁসির আদেশ ইতিমধ্যেই হয়েছে, এবং আমি চাই কুলতলির এই ঘটনাতেও পকসো মামলায় দ্রুত ফাঁসির রায় আসুক। তিন মাসের মধ্যে এই ঘটনার বিচার চূড়ান্ত হোক।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বাংলায় এমন দু’একটি ঘটনা ঘটলেই চারিদিকে হাহাকার শুরু হয়ে যায়, যা অবশ্যই হওয়া উচিত। কিন্তু অন্য জায়গায় এমন ঘটনা ঘটলেও একটিও প্রতিবাদ হয় না। আমাদের রাজ্যে ক্রাইমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং কুলতলির ঘটনাতেও এর ব্যতিক্রম হবে না।”

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভিডিও ও সাইবার ক্রাইম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, “এখন অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে আমার ছবি ও ভিডিও বিকৃত করে ছড়াচ্ছে, যা অত্যন্ত বিপজ্জনক।” তিনি মিডিয়ায় ধর্ষণের ঘটনায় অতিরিক্ত প্রচার ও মিডিয়া ট্রায়ালের বিষয়েও আপত্তি জানান এবং বলেন, “যে অপরাধ করবে, তার কঠোর শাস্তি হবেই। কিন্তু ধর্ষণের মতো সংবেদনশীল বিষয়গুলোকে জনসমক্ষে অযথা মিডিয়া ট্রায়ালে টেনে আনা উচিত নয়।”

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর কুলতলির ঘটনার তদন্তে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.